শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পশ্চিম ইউনিয়ন এর আয়নাতলী গ্রামে এই মসজিদের অবস্থান।
কিভাবে যাওয়া যায়
রিক্সা বা যেকোন মোটর যানে করে আয়নাতলী পশ্চিম পাড়া জামে মসজিদে যাওয়া যায়। চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ হতে ০.৫০ কিঃ মিঃ পশ্চিমে এই মসজিদ অবস্হিত।
বিস্তারিত
সম্রাট আকবর বা এর আগের বাদশাহ গণের আমলে নির্মিত হয় এই মসজিদ। এই মসজিদ অপরুপ কারুকার্যে ভরপুর একটি মসজিদ। পরে এর বিভিন্ন অংশ পরিবর্তন ও পরিবর্ধন করা হয়।